জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দিনাজপুরের খানসামায় মাছের পোনা অবমুক্তকরণ, ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই রবিবার (সকালে) খানসামা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এ সময় খানসামা উপজেলায় মৎস্যচাষে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ কেশব বিশ্বাস কে ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলার পরিষদের দিঘিতে পোনা মাছ অবমুক্তকরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা,উপজেলা কৃষি অফিসার বাসুদেব রায়,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলা প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবির,

উপজেলা মৎস্য অফিসার রতন কুমার বর্মন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক,থানা পুলিশ সদস্য,ইউপি চেয়ারম্যানগন,রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিটের মৎস্য কর্মকর্তা ও মৎস্যচাষীগন।