![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/12/pori-moni.jpg)
ঢাকাই ছবির আলোচিত ও প্রতিবাদি অভিনেত্রী পরীমণি। তার জন্মদিন নিয়ে সব সময়ই বেশ উচ্ছ্বসিত থাকেন। প্রতি বছর (২৪ অক্টোবর) নিজের জন্মদিনটাকে বরাবরই আলাদাভাবে উদযাপন করেতে পছন্দ করেন এই নায়িকা।
এবার জন্মদিনের সপ্তাহে খানেক আগেই নিজেকে পুরস্কার দিলেন পরী, জানালেন শুভেচ্ছাও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে আইফোন পুরস্কার দিয়ে পরী লিখেন, নিজেকে গিফট করলাম।
অ্যাডভান্স হ্যাপিবার্থডে পরী। আমি একটা আইফোন ফ্রিক। প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে।
এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেন।
তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করছেন, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সেটিই সত্যি হয়। রাজ-পরীর ঘরে রাজ্যই এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।