মো.সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১ কেজি গাঁজা সহ একাধিক মামলার আসামী দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার)পিপিএম নির্দেশনায় বেনাপোল পোর্ট থানা পুলিশ শনিবার ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া বাজারস্থ চৌরাস্তা মোড় হতে আসামী মোঃ জিয়ারুল ইসলাম (৫০), পিতা-মৃত মজিবর মোড়ল, গ্রাম-মানকিয়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ এসআই (নিঃ) তৌফিকুর রহমান গ্রেফতার করেন।
অপর দিকে একই দিনে সাড়ে ৭টার দিকে এসআই (নিঃ) রাজু আহমেদের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া নতুন থানা ভবনের সামনে পাঁকা রাস্তার উপর হতে ১ কেজি গাঁজা সহ আসামী মোঃ শাহ আলী (২৫) পিতা-মৃত জয়নাল, গ্রাম-মানকিয়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে গাজাঁ সহ একাধিক মামলার আসামী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।