সচেতনতার অভাব, স্বাস্থ্যবিধি না মানাসহ নানা কারণে খুলনা জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ফলে শঙ্কিত জেলার চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। করোনা প্রতিরোধ ও চিকিৎসা কমিটি খুলনার সমন্বয়কারী ডা. মেহেদী নেওয়াজ বলেন, আগের চেয়ে বর্তমান করোনা শক্তিশালী। ফলে বেশি রোগী মারা যাচ্ছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসে (১ থেকে ৩০ মে) খুলনা বিভাগে ২ হাজার ৯২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে শনাক্ত ১ হাজার ৯৪ জনই খুলনা জেলার। তার মধ্যে আবার খুলনা শহরেরই ৯৪৮ জন। আর এ সময়ে খুলনায় মারা গেছেন ২৫ জন। তাদের মধ্যে মহানগরীরই ২০ জন। জেলায় মাসের প্রথম ১৫ দিনে (১ থেকে ১৫ মে) ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে নগরীর ৩৯৫ জন। এ সময়ে মারা যান ১২ জন। এরপরের ১৫ দিনে (১৬ থেকে ৩০ মে) পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৪৮ জন। এর মধ্যে নগরীর ৫৫৩ জন। এ সময়ে মারা গেছেন ১৩ জন। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর সংখ্যা বর্তমানে ৭০ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, এপ্রিলের শুরু থেকে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। মে মাসের শুরুর দিকে কিছুটা কম থাকলেও ঈদের পরে আবার বেড়েছে। প্রসঙ্গত, খুলনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৭২ জন। এদিকে জেলায় মোট আক্রান্ত ১০ হাজার ১৭৪ রোগীর মধ্যে খুলনা নগরেই শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৪। অর্থাৎ জেলার প্রায় ৮১ শতাংশ রোগীই খুলনা নগরের। খুলনা নগরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৩৬ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।