সমাজের কথা                                    হাওর কবি শহীদুল্লাহ



প্রাচীন লগ্ন থেকে সমাজ সভ্যতা’
মানুষের বস বাস আদি কথা।
চলতে পারবে না সমাজ ছাড়া;
দল বদ্ধ তাই পরশ্পর নীড় বাস্তবতা ।
সঙ্গ বন্ধন সৃষ্টি সামাজিক রক্ষা ,
আধুনিক যুগে সমাজ ব্যবস্থা
গ্রামে – পাড়া- একসময় একতা।
কেমন যেন আজ সমাজ প্রথা?
কারও বাড়িতে দাওয়াতে একএিত হওয়া।
সমাবিত হইলে আলাপ চারিতা।

আজ উল্টো যুবকদের মানবতা
কেউ কাউ কে মানছে না,
সিদ্ধান্ত সমাজে নোংরা চাটুরিতা;
তাতে ভুল পথে হাটছে সামাজিকতা।
এদের ভেতর ডুকে গেছে রাজনৈতিক অরাজকতা।
সমাজ এখন বিলুপ্তির দ্বারে শোন চেনা জ্ঞানী দের কথা।
পক্ষ নিচ্ছে অর্থের মূলে দল জনতা।
সঠিক বিচার রায় দিচ্ছে উল্টো দুষ্টরা,
ন্যায় লোকে বিচার পাইনা
এই আমাদের সামাজিকতা।