বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীর উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার নারিকেলবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে।

আলমগীর সিদ্দিকীর অভিযোগ, মঙ্গলবার সকালে নারিকেলবাড়ীয়া বাজারে লন্ডির দোকানে কাপড় দিয়ে ফেরার পথে কোন কিছু বুঝে উঠার আগেই দয়ারামপুর গ্রামের সিরাজ মিনার ছেলে বাদশা ও একই গ্রামের বাঘায় বিশ্বাসের ছেলে কিরামত (ফাটাকেষ্ঠ) তার (আলমগীর ) পাঞ্জবি ছিড়ে ফেলে লাঞ্চিত করেন। এসময় তাকে হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা।

আলমগীর সিদ্দিকী বলেন, ওসি সাহেবকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে। বিষয়টি দেখবেন বলে তিনি আশ্বস্ত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন সাংবাদিকদের জানান, ঘটনার বিষয় নারিকেলবাড়ীয়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসারকে খোজ নিতে বলা হয়েছে।