“আমি একটি বাড়ি নির্মাণ করতে চাই। বলতে পারেন কেমন খরচ পড়বেঃ” পার্ট-০৩

  • ১ম পর্বে আমরা একটি বাড়ি নির্মানের মোট খরচ নিয়ে আলোচনা করেছি। আর ২য় পর্বে ভিত্তি ও কাঠামোগত খরচের বিস্তারিত জেনেছেন। আজ আমি ইটের কাজ, কাঠের কাজ ও ধাতব কাজের মোট খরচ কিভাবে কোথায় হবে তার বিস্তারিত আলোচনা করবো।
  • ইটের কাজে মোট খরচ = ১০০% (পুরো নির্মাণ বাজেট এর ৬% যেভাবে খরচ হবে।)
  • ইটের কাজে খরচ
    – বেজমেন্ট এ ইটের কাজ = ৬%
    – প্রথম ফ্লোরে ইটের কাজ= ১৮%
    – দ্বিতীয় ফ্লোরে ইটের কাজ= ১৮%
    – তৃতীয় ফ্লোরে ইটের কাজ= ১৮%
    – চতুর্থ ফ্লোরে ইটের কাজ= ১৮%
    – পঞ্চম ফ্লোরে ইটের কাজ = ১৮%
    – ছাদে ইটের কাজ= ৪%
    ____________________________________
    মোট = ১০০%
  • দরজার কাজে মোট খরচ = ১০০% (পুরো নির্মাণ বাজেট এর ৫% যেভাবে হবে।)
  • কাঠের কাজ বাবদ খরচ
    – দরজার ফ্রেম = ৪০%
    – মূল দরজার শাটার = ১৫%
    – পারটেক্স এর দরজার শাটার= ৩৫%
    – পোষ্য দরজা এবং অন্যান্য সরঞ্জামাদি= ১০%
    ____________________________________
    মোট = ১০০%
  • ধাতব কাজে পুরো খরচ = ১০০% (পুরো নির্মাণ বাজেট এর ২% যেভাবে খরচ হবে।)
  • ধাতব কাজ বাবদ খরচ
    – জানালার গ্রিল = ৫৫%
    – বারান্দের রেলিং = ২০%
    – সিড়ির রেলিং = ১০%
    – মূল ফটক ও সকল ধরনের সেফটি গ্রিল = ১৫%
    ____________________________________
    মোট = ১০০%
  • আজ এ পর্যন্ত, বাকি বিষয়গুলি পরবর্তী পার্ট এ আলোচনা করবো। ধন্যবাদ
    সংগ্রহীত।
    ………………………………………………………..
    বিল্ডিং বিষয়ক পরামর্শ, ডিজাইন-ড্রইং, 3D ভিউ, খরচের হিসাব, রাজউক/পৌরসভা প্লান অনুমোদন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে ও সুপারভিশন এর জন্য যোগাযোগ করুন-

MRS Engineering Service-Civil Engineering
🏢 01723923285
হেড অফিসঃ
বাড়িঃ ২৬, রোডঃ ১২, সেক্টরঃ ৩, উত্তরা, ঢাকা।
শাখা অফিসঃ
উত্তরখান মাজার, উত্তরখান, ঢাকা।

#estimation #Building_budget #Cost_estimate
#আর্কিটেকচারফার্ম #বাড়িরপ্ল্যান #ডিজাইনফার্ম #ফ্লোরপ্ল্যান #প্ল্যাম্বিং #binding_materials #duplexdesign #স্ট্রাকচারাল #sundarbardesign #বাড়িরডিজাইন
#Structural #Architecture #Electrical #Plumbing #Houseplan #HouseDesign #Floorplan #ArchitectureFirm #DesignFirm #SundarBarDesign # AttractiveBodyDesign #DuplexDesign #LandscapeDesign #Resign #ResignResign #Resign

#স্ট্রাকচারাল #আরকিটেকচার #ইলেকট্রিক্যাল #প্ল্যাম্বিং #বাড়িরপ্ল্যান #বাড়িরডিজাইন #ফ্লোরপ্ল্যান #আর্কিটেকচারফার্ম #ডিজাইনফার্ম #সুন্দরবাড়িরডিজাইন #আকর্ষণীয়বাড়িরডিজাইন #ডুপ্লেক্সডিজাইন #ল্যান্ডস্কেপডিজাইন #ইন্টেরিয়রডিজাইন #আধুনিকবাড়িরডিজাইন