বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে হোটেলসহ ৬ জনকে ৬ হাজার ২৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। এ সময় প্রকাশ্যে ধুমপান করায় উপজেলার নাগদী গ্রামের আ. ওহাবের ছেলে বিল্লাল হোসেনকে ১শ, আ.খালেককে ৫০ টাকা, পৌরসভার ওয়াবদার মোড়ে অবস্থিত হোটেল কলেজ ক্যাপকে ৫ হাজার,
মোটর সাইকেল চালক নাজমুল হোসেনকে ৫শ’ জাহাঙ্গীরকে ৩ শ’ ও আব্দুল্লাহকে ৩শ’ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, বিভিন্ন অপরাধে একটি হোটেল মালিকসহ ৬ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।