যশোর মনিরামপুর থানাধীন খাল বাটবিলা এলাকায় মাঠের ভিতর থেকে জহুরুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে স্থানীয়রা মাঠের মধ্যে পাকা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে। মোটরসাইকেলটি নিহত ব্যবসায়ীর বলে জানা গেছে। লাশের মুখের নিচের চোয়ালের কয়েকটি দাঁত ভাঙ্গা এবং বাম চোখে ক্ষত চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যা না সড়ক দুর্ঘটনা সেটি নিশ্চিত করতে পারেনি স্থানীয়রা। নিহত জহুরুল ইসলাম একই উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খোরশেদ ছানার ছেলে। দূর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা বাজারে তার স্যানিটেশন পাইপের দোকান রয়েছে।
গোবিন্দপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, মঙ্গলবার রাত আটটার পর দোকান বন্ধ করে বাজার থেকে বেরিয়ে পড়েন জহুরুল। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকালে দূর্বাডাঙ্গা বাজার হতে রাস্তার পাশে পূর্বদিকের মাঠের মধ্যে জহুরুলের লাশ পড়ে থাকতে দেখা গেছে। ইউপি সদস্য আব্দুর রহিম আরও বলেন, এই রাস্তা দিয়ে জহুরুলের বাড়ি ফেরার পথ। রাতে বাড়ি ফেরার পথে কি হয়েছে তা অনুমান করা যাচ্ছে না। আলামত দেখে ঘটনা এক্সিডেন্ট বলে মনে হচ্ছে না। জহুরুলের সাথে কারও শত্রুতা ছিল এমন কোন তথ্যও পাওয়া যাচ্ছে না।
মনিরামপুর থানার উপপরিদর্শক তাঁরা মিয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।