মোঃ মেহেদী হাসান, (পটুয়াখালী) কলাপাড়া উপজেলা প্রতিনিধি: পটুয়াখালী কুয়াকাটায় নিষেধ অমান্য করে সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার সহ ১০জেলেকে জরিমানা করছে কুয়াকাটা নৌ-পুলিশ।
কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান বঙ্গোপসাগরে ৬৫দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে।
চর-বিজয় সাগর মোহনা নৌ-পুলিশের নিয়মিত অভিযান চলা অবস্থায় মঙ্গলবার বিকালে মাছ ধরার ১০টি ট্রালালের ১০জেলেকে আটক করা হয়। আটকের পর তাদের ৭৪ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়।
জব্দ মাছগুলো এতিমখানায় বিতরণ এবং জালগুলো মুচলেকা রেখে ট্রলার মালিকদের জিম্মায় দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান,
২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারি এ আইন বাস্তবায়নে আমরা সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছি। যাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে তাদের পরবর্তীতে পেলে আরও কঠোর শাস্তি দেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।