রাজশাহীর বাগমারার সারা দেশের ন্যায় ডিজিটাল পদ্ধতিতে ষষ্ঠ জনশুমারি ও গৃহগননা শুরু হয়েছে,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ষষ্ঠ এ জনশুমারি ও গৃহগণনা কর্মযজ্ঞের বাস্তবায়ন করবে।
বাগমারার সংসদ ইন্জি এনামুল হক একটি ভিডিও বার্তার বাগমারাবাসীকে সঠিক তথ্য দিয়ে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণণার কাজে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন, তিমি বলেছেন এই জনশুমারি ও গৃহ গননা দেশের সার্বিক উন্নয়ন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বাগমারা উপজেলা পরিসংখ্যান ব্যুরোর উপজেলা সমন্বয়কারী মোঃ মোমিনুর হক জানান উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভাকে ১১ টি ভাগে ভাগ করা হয়েছে এবং পরিসংখ্যান ব্যুরো সহ সরকারের সকল দফতর এই ডিজিটাল জনশুমারি ও গৃহগননার কাজে সহোযোগিতা করছে,১১ জন জোনাল অফিসার এর তত্ববধানে উপজেলার ৯৯৭ জন গননাকারি ও ১৭৪ জন সুপারভাইজার এই গননার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
বাগমারা উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সারা দেশের ন্যয় ডিজিটাল পদ্ধতিতে এই সুমারির কাজ পরিচালনা করা হচ্ছে, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান বলেন সুমারি চলাকালীন সময়ে সকল প্রসাশনিক কর্মকর্তা এই ডিজিটাল জনশুমারি ও গৃহগননার সহযোগিতা করবে ও গননা কর্মীদের নিরাপত্তা প্রদান করবে।
এইসময় তিনি আরও বলেন, এইবার ষষ্ঠ জনশুমারি ও গৃহগণণা কাজ ডিজিটাল পদ্ধতিতে গণণা করা হচ্ছে। জনশুমারীর কার্যক্রম শুরুর পূর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মসজিদ মাদ্রাসা, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তথ্য দিয়ে সহায়তার জন্য বলা হয়েছে।
এছাড়াও সকল গননাকর্মী যেনো সঠিকভাবে তথ্য সংগ্রহ করেন সেই দিকে লক্ষ্য রাখতে অনুরোধ করেন।
দেশব্যাপী একযোগে সাতদিনব্যাপী কাঙ্ক্ষিত জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে ১৫ থেকে ২১ জুন।
ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ সুসম্পন্ন হলে এর রিপোর্ট স্বল্পতম সময়ে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।