হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার বায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামে অবস্থিত শর্তবষি স্কুল পাড়া জামে মসজিদ। বর্ধিত করণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

২৩ জুন বৃস্পতিবার সকাল ৯টায় প্রায় শতবর্ষি মসজিদের বর্ধিত করণের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন করেন মসজিদের সভাপতি দেওয়ান মতিয়ার রহমান।

 

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান মোঃ শামসুর রহমান, সাংবাদিক শাহজাহান হেলাল, দেওয়ারন আতিয়ার রহমান, মোঃ সেলিম শেখ, অর্থসম্পাদক দেওয়ান রেজওয়ান,

সামসেল শেখ, মোক্তার শেখসহ পাড়ার গন্যমাণ্য ব্যক্তিগণ। মসজিদটি প্রায় শতবর্ষের কাছাকাছি। মুসল­ীদের সংকলান না হওয়ায় বর্ধিত করতে হচ্ছে।