পটুয়াখালী কলাপাড়ায় গাছ থেকে জাকির সন্যমত(২২) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাকির উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মোঃ হাবিব স্বন্যমতের পুত্র। ঘটনার বিষয়ে ইউপি সদস্য ও স্বজন সূত্রে জানাযায়, নিহত জাকির পেশায় একজন অটো-চালক।

নিহত জাকিরের ৭দিন বয়সী এক পুত্র সন্তান রয়েছে। বিগত কিছুদিন পূর্বে জাকির একটি সড়ক দূর্ঘটনা কবলিত হয়। সেই ঘটনায় ও স্ত্রীর সিজারে বাচ্চা হওয়ায় কিছুটা অর্থনৈতিক সমস্যায় ভুগছিলেন তিনি। স্বজনরা আরজানায়,গতকাল রাতে কিছুটা দুঃচিন্তাগ্রস্থ অবস্থায় কাউকে কিছু নাবলে রাত ৯ টার দিকে ঘর থেকে বের হয়।

রাত অধিক হলে তাকে অনেকবার ফোন করা হয়। ফোনে রিং হচ্ছিল কিন্তু তা রিসিভ করেন নি জাকির। আজ সকালে তার লাশ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে কলাপাড়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এবিষয়ে লাশ উদ্ধার কারী পুলিশ কর্মকর্তা এস আই জহির জানান ঘটনাস্থল পর্যবেক্ষণ ও স্বজনদের বিবরনে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি জসিম জানান, জাকির অর্থনৈতিক অসচ্ছলতার কারনে নিজেকে সামাল দিতে না পেরে এই দূর্ঘটনা ঘটাতে পারেন বলে তিনি প্রাথমিক ভাবে ধারনা করছেন। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।