সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং–বালুখালী প্রজেক্টে লোকবল নেবে। আগ্রহীদের ই-মেইলে সিভিসহ আবেদন পাঠানোর কথা বলা হয়েছে।

পদের নাম: সিভিল ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
বেতন: মাসিক বেতন ৮৫,০০০ থেকে ৯৫,০০০ টাকা।

যোগ্যতা
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। কোনো সংস্থায় সংশ্লিষ্ট পদে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অটোক্যাড ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের ভাষা জানা আবশ্যক।

পদের নাম: প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার
পদসংখ্যা: ১
বেতন: মাসিক বেতন ৭৩,০০০ থেকে ৭৬,০০০ টাকা।

যোগ্যতা
আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, আইন বা সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর/ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় সংশ্লিষ্ট পদে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের ভাষা জানা থাকলে ভালো।

যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অভিজ্ঞতার সনদ, কাভার লেটারসহ পূর্ণাঙ্গ সিভি actedbgd.hr2@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে। আবেদনপত্রের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: সিভিল ইঞ্জিনিয়ার পদে আবেদনের শেষ সময় ২ জুলাই আর প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার পদের শেষ সময় ১৫ জুলাই ২০২২।