স্নাতক শেষ করার আগেই বাৎসরিক ১ কোটি ৮০ লাখটি রুপি (২ কোটি ১২ লাখ টাকা) বেতনে ফেসবুকে চাকরি পেলেন কলকাতার এক বাঙালি শিক্ষার্থী।

জানা গেছে, বিশাখ মণ্ডল নামে ওই শিক্ষার্থী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষে পড়ছেন। তিনিই এ বছর ভারতের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সবথেকে বেশি বেতনের (১ কোটি ৮০ লাখ) চাকরির অফার পেয়েছেন।

আগামী সেপ্টেম্বরে চাকরিতে যোগদান করবেন। ইন্ডিয়া টুডে এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশাখ একই সময়ে ওই শিক্ষার্থী গুগল ও অ্যামাজনেও চাকরির অফার পেয়েছেন। তবে ফেসবুক কর্তৃপক্ষ সব থেকে বেশি বেতনের প্রস্তাব দিয়েছিল।

তাই তিনি অন্য দুই ‘টেক জায়ান্ট’র অফার প্রত্যাখ্যান করেছেন। বিশাখ বলেন, ‘আগামী সেপ্টেম্বরে ফেসবুকে যোগদান করব। আমি গুগল ও অ্যামাজনেও ডাক পেয়েছিলাম। তবে সবথেকে বেশি বেতন প্যাকেজের কারণে ফেসবুকের অফার গ্রহণ করা আমার কাছে ভালো মনে হয়েছে।’