ফরিদপুরের মধুখালী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে । ৩টি ইউনিয়নের একটি মেগচামী ইউনিয়ন । সতন্ত্র প্রার্থী হিসেবে শেখ সবুজ প্রতিদ্ব›িদ্বতা করছেন। নিজের উপস্থিতা জানান দিতে বিশাল দুইশতাধিক মোটরসাইকেল ইজি বাইক ও ভ্যান নিয়ে শোডাউন করেছেন।

৪ জুলাই সোমবার দুপুর ২ টায় মেগচামী ইউনিয়নের চরবামুন্দী ইয়াছিন আলী দাখিল মাদ্রাসা থেকে শোডাউন শুরু হয় এবং বিকাল ৫ টায় একই স্থাানে প্রত্যাবর্তন করে ।

সে সময় তিনি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রতিটি ছোট বড় সসড়ক প্রদক্ষিণ করে হাত নারিয়ে মানুষের সাথে শুভেচ্ছা বিনিমম করেন আগামী ২৭ জুলাই মধুখালীতে ৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, মেগচামী ইউনিয়নে চারজন পার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন এর মধ্যে শেখ সবুজ সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছে ন।

হিন্দু অধ্যুষিত এই ইউনিয়নে এবার সবাই একহয়ে সবুজকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে মনে করেছেন অনেকে। শেখ সবুজ বলেন ইউনিয়নবাসীকে প্রার্থিতার জানান দিতেই তিনি শোডাউন আয়োজন করেন।

এক পর্যায়ে শোডাউন টি জনজোয়াারে পরিণত হয়। এটাই মানুষের ভালবাসা। শোডাউন পরবর্তী সাংবাদিকদের শেখ সবুজ জানান আমি এলাকায় উন্নয়নমূলক কাজ করছি। এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ মাদক, সন্ত্রাস, এবং বাল্য বিয়ে নির্মূল করার চেষ্টা করে যাচ্ছি।

উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁচ্ছে দিয়েছি। আমি এই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলে মেগচামী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো, এলাকায় আমার জনপ্রিয়তা রয়েছে আমার বিশ্বাস আগামী নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করতে পারবো।