মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ব্যাংক একাউন্টে লেনদেন সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন মোবাইল থেকে ব্যাংক হিসাবে দৈনিক যত খুশি ততবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা।

গতকাল মঙ্গলবার (৫ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এ ছাড়া আগের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে বলা হয়েছে। আগে এ সীমা ৩০ হাজার টাকা ছিল। তবে আগের মতো মাসে সর্বোচ্চ লেনদেন ৩ লাখ টাকা রাখার সুযোগ অপরিবর্তিত আছে।