![রাজনৈতিক অবস্থান ভুলে একফ্রেমে এক ফ্রেমে মিঠুন-দেব](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/07/dkk9800.jpg)
রাজনৈতিক অবস্থান ভুলে একফ্রেমে এক ফ্রেমে মিঠুন-দেব
রাজনৈতিক অবস্থান ভুলে একফ্রেমে এক ফ্রেমে মিঠুন-দেব
রাজনৈতিক মতাদর্শের কারণে দেব-মিঠুনের অবস্থান দুই মেরুতে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাদের কার্যক্রম এ অবস্থান দৃষ্টিগ্রাহ্য হয়েছে। কিন্তু রাজনৈতিক অবস্থান পেছনে ফেলে সিনেমার স্বার্থে এক হলেন এই দুই তারকা।
অভিজিৎ সেনের ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের চরিত্রে দেখা যাবে তাদের। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বছর দেড়েক আগে ‘প্রজাপতি’ সিনেমার ঘোষণা করেন নির্মাতা।
ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে?
কিন্তু মিঠুনের অসুস্থতার কারণে বেশ কয়েকমাস পিছিয়ে যায় সিনেমাটির শুটিংয়ের কাজ। সব বাধা কাটিয়ে গতকাল শুটিং শুরু করেন নির্মাতা। এতে অংশ নেন দেব-মিঠুন।
দীর্ঘ বিরতির পর কামব্যাক প্রসঙ্গে মিঠুন বলেন—‘এতদিন, ততদিন বুঝি না; এখন যে কাজ ভালো লাগে সেটাই করি। দেখলেন তো ওটিটিতেও কাজ করলাম। সব ল্যান্ডমার্ক। প্রজাপতিতে অনেকদিন পর কাজ করছি; এটি একদম অন্যরকম।’
সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী দেব। এ অভিনেতা বলেন, ‘এই সিনেমার স্ক্রিপ্ট দেখেই বলেছিলাম, এটা মিঠুনদার চরিত্র; উনি প্রথমবারেই রাজি হয়ে যান। অসাধারণ একটা গল্প।’
কলকাতার সল্টলেকের আইএ ব্লকের ২০২ নম্বর বাড়ি আপাতত কয়েকদিনের ঠিকানা দেব-মিঠুনের। এই সিনেমার সুবাদে ৪৬ বছর পর একফ্রেমে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।