কলম কথা হেলথ কেয়ার কলম কথা লিমিটেড (রেজি: নং: কেএইসসি ২০৭৭/২০২১) এর একটি সেবামূলক প্রতিষ্ঠান “কলম কথা হেলথ কেয়ার -এ দক্ষ জনবল নিয়োগ দিচ্ছে।
যে যে পদে নিয়োগ দিচ্ছে-
১/ মেডিকেল অফিসার -২জন- বেতন আলোচনা সাপেক্ষ
২/প্যাথলজিস্ট -১জন- বেতন আলোচনা সাপেক্ষ
৩/ নার্স -২জন- আলোচনা সাপেক্ষ
৪/আয়া- ১জন- বেতন আলোচনা সাপেক্ষ
৫/ স্বাস্থ্যকর্মী(মহিলা)- ১০জন- বেতন আলোচনা সাপেক্ষ
কর্মস্থল- মণিরামপুর উপজেলার সামনে,মণিরামপুর,যশোর।
আগ্রহীদের পরিচালক, কলম কথা হেলথ কেয়ার বরাবর আবেদন করতে হবে এবং সরাসরি অফিসে যোগাযোগ করে আবেদনপত্র জমা করতে হবে।
প্রয়োজনে- ০১৯১১৩৯৫৩৩২
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।