‘দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠা’য় বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রণালয়ের পররাষ্ট্র নীতির আন্ডার সেক্রেটারি ক্লাউদিও হাভিয়ের রসেনওয়াইগ চার সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্বে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
প্রতিনিধি দলে ছিলেন ভারতের নয়াদিল্লিতে বসবাসরত বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হুগো গোবি (উগো গোবি)। বিকালে দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক সই করেন আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি।
বাংলাদেশের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম সচিব শাব্বির আহমদ চৌধুরী। এই এমওইউ দুই সরকারের মধ্যে নিয়মিত আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করবে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে আর্জেন্টিনার রাষ্ট্রদূত (নিবাসী নয়াদিল্লি, ভারতের) হুগো গোবি এমওইউ স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। প্রতিনিধি দলটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
বৈঠকে আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।