নওগাঁর নিয়ামতপুরে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাধানগর এলাকার শিব নদে একটি ভাসমান নৌকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত দম্পতি হলেন- রায়হান (২৪) ও তার স্ত্রী তারাবানু (১৮)।
পুলিশ জানিয়েছে, গ্যাসবড়ি খেয়ে ওই দম্পতি নৌকায় উঠেন। শিব নদে ভাসতে ভাসতে কোনো এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। মঙ্গলবার সকালে নৌকাটি শিব নদ সীমানায় ভিড়লে খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে প্রেমে করে বিয়ে করেন মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিল সুরশুনিয়া গ্রামের বাসিন্দা আদম আলীর ছেলে রায়হান ও একই এলাকার পার্শ্ববর্তী শ্রীকলা গ্রামের ইস্কেন্দার আলীর মেয়ে তারাবানু।
বিয়ের পর থেকেই তাদের নিয়ে দুই পরিবারের মাঝে সম্পর্কের টানাপোড়েন চলছিল। এ কারণে তারা দুজন নিজ নিজ বাড়িতে থাকতেন। ঘটনার দিনও তারাবানু তার বাবার বাড়িতে ছিলেন।
তারাবানুর বাবা ইস্কেন্দার আলী জানান, সোমবার রাত ১১টা পর্যন্ত তার মেয়ে ঘরেই ছিল। কখন যে সে ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে এ বিষয়ে কিছুই জানতেন না তিনি। মঙ্গলবার নিয়ামতপুরের শিব নদে একটি ডিঙি নৌকায় দুটি লাশ পাওয়ার সংবাদে ঘটনাস্থলে ছুটে যান এবং মেয়ে ও জামাইয়ের লাশ শনাক্ত করেন।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের মৃত্যু বিষপানেই হয়েছে। তবে কেন তারা আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনো রহস্যজনক। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।