আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৯ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রোববার (১৭ জুলাই) থেকে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলবে ৩১ জুলাই পর্যন্ত।
ইতোমধ্যে দলগুলোর সভাপতি/সাধারণ সম্পাদককে নির্ধারিত সময়ে নির্বাচন ভবনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি। আজ প্রথম দিনে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।
দেশব্যাপী ২ কোটি খেজুর গাছ রোপন কর্মসূচির অংশ হিসাবে বাঘারপাড়ায় এ কার্যক্রমের উদ্বোধন
এই চার দলের মধ্যে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) বাদে বাকী তিনটি দল উপস্থিত থাকবে বলে জানিয়েছে ইসির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আসাদুল। তিনি বলেন, মুসলিম লীগ বাদে বাকী তিনটি দল উপস্থিত থাকবে বলে জানিয়েছে।
নির্ধারিত সময়ে সংলাপ শুরু হবে। প্রত্যেকটি দল এক ঘণ্টা করে সংলাপের সুযোগ পাবে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ),
আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেসের সঙ্গে বৈঠক করবে ইসি।
কোন দলের সঙ্গে কবে সংলাপ
১৮ জুলাই তালিকায় রয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, খেলাফত মজলিস ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
১৯ জুলাই সময় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল।
২০ জুলাই সময় পেয়েছে গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
২১ জুলাই পেয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও গণফ্রন্ট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।