জরুরি সফরে ঢাকা আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার (২৮ জুলাই) ওয়াং ই’র সফরসূচীর বার্তা পাঠায় ঢাকাস্থ চীনা দূতাবাস। এতে বলা হয়, ৬ই আগস্ট মন্ত্রী ওয়াং ই বাংলাদেশে পৌছাচ্ছেন, ৭ই আগস্ট তিনি ঢাকা ছেড়ে যাবেন।

জরুরি ওই সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। কর্মকর্তারা বলছেন, নানা কারণে চীনের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কারণ এই সফরটি বেইজিংয়ের আগ্রহে হচ্ছে। ফলে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও এতে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতির আলোচনা গুরুত্ব পাবে। বাংলাদেশের কৌশলগত উন্নয়ন অংশীদার চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরে অবধারিতভাবে অর্থনৈতিক সংকটের সমাধান সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা হবে।

দেশটির সঙ্গে সম্পাদিত ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় আসবে। বাণিজ্যিক ঋণ চুক্তি ও প্রকল্প সহায়তার বিষয়টিও গুরুত্ব পাবে। চলতি মাসে মিয়ানমার সফর করা চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি জোরালোভাবে আলোচনায় উত্থাপন করবে বাংলাদেশ।