ইলিয়াস হাওলাদার, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ২৮ নং মধ্য ছোনাউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতার হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ অবৈধভাবে কর্তন করে বিক্রি করার অভিযোগ উঠেছে।
ছাত্র অভিভাবক খোকন খান এবং এলাকার একাধিক লোকজন জানান, এই প্রধান শিক্ষক কিছু না জানিয়ে ঘরোয়াভাবে পকেট কমিটি করেছে। এবং অবৈধভাবে স্কুলের গাছ বিক্রি করে এযাবৎ প্রায় ২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মারুফা বেগম জানান, আমাকে ডেকে নিয়ে মিটিংয়ের কথা বলে রেজুলেশনে স্বাক্ষর নিয়েছে। তাতে গাছ বিক্রির কোন কথা উল্লেখ ছিল না পরবর্তীতে প্রধান শিক্ষক বলেন রেজুলেশন করে গাছ বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আখতার হোসেন জানান, আমি কোন গাছ বিক্রি করি নাই। বন্যায় গাছের ডাল বিদ্যুতের তারের সাথে হেলে পড়েছে তাই আমি গাছের ডাল কেটে নিচে নামিয়ে রাখতে বলেছি।
এ বিষয়ে বিদ্যালয়টির সভাপতি নজরুল ইসলাম জানান, বিদ্যুতের তারের উপরে বন্যায় গাছের ডাল হেলে পড়েছে তাই আমি গাছের ডাল কেটে নিচে নামিয়ে রাখতে বলেছি। কিন্তু গাছ বিক্রির বিষয়ে আমি কিছু জানিনা।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আমি মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় লোকজনের অভিযোগ গাছটি বিক্রি করা হয়েছে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।