বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় প্রকল্প উন্নয়ন বিষযক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইিডি) আরবান গভর্ননেন্স এন্ড ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (ইউজিআইআইপি) বিষয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) পৌরসভার মিলনায়তনে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সিনিয়র আরবান প্লানার আফসানা এম কামাল, পরিবেশ বিশেষজ্ঞ মো. আব্দুল কাইউম, রিসেটেলমেন্ট স্পেশালিস্ট মো. সাইফুল ইসলাম, আরবান গভর্ননেন্স স্পেশালিস্ট জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, পৌরসভার সচিব মো. ইকরাম উল্লাহ চৌধুরী, প্রকৌশলী মো. সফিকুল ইসলাম প্রমুখ।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, কাউন্সিলর, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী, এলজিইডি এবং ইউএনও অফিসের স্টাফসহ ৮০জন অংশগ্রহণকারী নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বাংলাদেশের ৩৭টি পৌরসভা বিশেষ এই প্রকল্পের মধ্যে পড়েছে। যার মধ্যে বোয়ালমারী পৌরসভা রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।