হাটি হাটি পা পা করে এগিয়ে চলেছে সাফল্যে উচ্চ শিখরে এনা গ্রæপ। দেশের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান এনা গ্রæপ প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে সফলতার সাথে ২৬ বছরে যাত্রা শুরু করলো।

শুক্রবার সকাল ১০ টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজধানীর পান্থপথের এনা টাওয়ারে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এনা গ্রæপের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনা গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এনা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনা গ্রæপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন।

এনা গ্রæপের সাফল্য, ব্যর্থতা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি। ডিজিএম (হেড অব ল্যান্ড) আসিফ রহমান এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনা গ্রæপের নির্বাহী পরিচালক মমিনুল ইসলাম সংগ্রাম, পরিচালক সামিয়াল আল শাহিন প্রমুখ।

ইতোমধ্যেই গ্রাহকদের সুনাম অর্জন করেছে এনা গ্রপ। আগামীতেও গ্রাহকদের পাশে থেকে তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে এনা গ্রæপ। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানানো এনা গ্রæপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

এ সময় এনা গ্রæপের সাঁকোয়াটেক্সের পরিচালক এহতেশামুল হক তমাল, জেনারেল ম্যানেজার হোসেন আলীসহ সকল কর্মকর্তা ও কর্মচারি, জমির মালিকগণ, ব্যাংকার, ডাক্তার, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অনুষ্ঠানের প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও অতিথিবৃন্দ ফিতা কেটে “এনা হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড” নামে নতুন অঙ্গ প্রতিষ্ঠানের অফিস উদ্বোধন করেন। পরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফাল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।