ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকা ডুবির ঘটনায় ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। তিউনিসিয়া কোস্টগার্ড নৌকাটির ১৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে বলে জানায়। খবর ইয়াহু নিউজের।

তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি রোববার জানায়, গত মঙ্গলবার ওই নৌকাটি ডুবে গিয়েছিল। শনিবার রাতে আরও পাঁচটি মৃতদেহ সমুদ্রে খুঁজে পাওয়ার পর ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

আরোও পড়ুন: করোনাভাইরাসে আক্রান্ত যবিপ্রবি উপাচার্য

টস ভাগ্যকে বুড়ো আঙুল দেখিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠ শিরোপা শ্রীলঙ্কার

নৌকাটিতে মোট ৩৭ জন শরণার্থী ছিলেন। তারা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন।