যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (১১ সেপ্টেম্বর) যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ এতথ্য নিশ্চিত করেছেন।
ইকবাল কবীর জানান, অধ্যাপক আনোয়ার হোসেন যবিপ্রবি ক্যাম্পাসে উপচার্যের জন্য নির্ধারিত বাসভবনে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. দীপক কুমার মন্ডলের অধীনে তার চিকিৎসা চলছে। তিনি আরও জানান, করোনাভাইরাসের দুই ডোজ টিকা ও বুস্টার ডোজ নেওয়া সত্ত্বেও অধ্যাপক ড. আনোয়ার হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।
আরোও পড়ুন: সৈয়দা সাজেদা চৌধুরী প্রথম জানাজা বেলা ১১টায় অনুষ্ঠিত হবে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।