জাহিদুল কবির মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ মধুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নৃ-তাত্বিক জনগোষ্ঠীর অষ্টম শ্রেনীর শিক্ষার্থী প্রসেণজিৎ কোচ বর্মনের উপর হামলার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার মিলন মোহনা গারো বাজারে এ প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন করেছে জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, গারো স্টুডেন্ট ফেডারেশন, কোচ আদিবাসী ইউনিয়ন, কোচ আদিবাসী সংগঠন ও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
কোচ আদিবাসী সংগঠন মধুপুর শাখার সভাপতি গৌরাঙ্গ বর্মনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীন চিসিম, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি রঞ্জিত নকরেক,ঘাটাইল শাখার সভাপতি স্বপন বর্মন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি জন যেত্রা, গারো স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াং রিছিল, কোচ আদিবাসী ইউনিয়ন মধুপুর শাখার সভাপতি অমল বর্মন, মহিষ মারা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক রুবেলহাসান ও হামলায় আহত কোচ কিশোরের মা সমেলা রানী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার কোচ, গারো সংগঠনের নারী পুরুষ প্রতিনিধিরা অংশ নেয়।
মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গারোবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ্য গত ৩০ আগষ্ট কথা কাটাকাটিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।
এতে প্রাসেনজিত বর্মন নামের এক শিক্ষার্থী আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা জামিন নিয়ে এসে পুনরায় হুমকি দিয়ে বেড়াচ্ছে। এ্ ই ঘটনার প্রেক্ষিতে আদীবাসি নেতৃবৃন্দ যৌথভাবে মানববন্ধন করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।