সিলেট নগরে হিজড়ার ছদ্মবরণে থাকা তুষার মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তুষার মিয়া ময়মনসিংহ জেলার আবুল হাশেমের ছেলে ও নগরের খাসদবির সাজু মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন। রবিবার ভোরে নগরের সুবহানীঘাট সবজিবাজার সংলগ্ন খালি জায়গা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরোও পড়ুন:

কুলাউড়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

বাড়লো সরকারি চাকরির পরীক্ষা ফি

নিহতের বড় ভাই হিমেল আহমদ রাফি বলেন, তার ভাই হিজড়া নয়। কিন্তু তিনি হিজড়াদের সঙ্গে চলতো। রাতে তার ভাইকে কয়েকজন হিজড়া বের করে আনে। এরপর কে বা কারা তাকে হত্যা করেছে।

সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার সুবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জগৎজ্যোতি বলেন, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।