মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি নামক দলের নেতারা বলে বাংলাদেশ থেকে তারা পাকিস্তানে ভাল ছিল। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রের জবাব আগামি নির্বাচনে ব্যালট যুদ্ধে নৌকায় ভোট দিয়ে মুক্তিযোদ্ধাসহ বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বিজয়ী করে জবাব দিবে।
আরোও পড়ুন:
নেইমার-এমবাপ্পের মধ্যে সম্পর্ক আগের মতো নেই
ফরিদপুর চিনিকলে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত
প্রয়াত উপনেতা সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর
আজ সোমবার সকাল ১০টায় শরীয়তপুরের সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পুলিশ সুপার মোঃ সাইফুল হক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও বাংলাদেশ সৃষ্টিতে তার অসীম ভূমিকা নেতৃত্বের নানা বিষয়ে গুরুত্বারোপ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।