রবিবার রাত সাড়ে নয়টায় যশোর সদরের বসুন্দিয়ায় ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেলের বসুন্দিয়া মোড়স্থ কার্যালয় চত্বরে আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা ও সার্বিক বিষয়ে আলোকপাত করার লক্ষ্যে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিয়াজুল ইসলাম খান রাসেল এর তত্ত্বাবধানে মতবিনিময় সভায় এমপি আবু রনজিত কুমার রায় বলেন বঙ্গবন্ধুর চেতনায় সোনার বাংলা গড়তে সম্প্রদায়িক সম্প্রীতির কোন বিকল্প নাই, ধর্ম যার যার উৎসব সবার আপনারা পরস্পরের সহযোগিতায় উৎসব মুখের পরিবেশে যেন অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন সেদিকে সকলে সজাগ দৃষ্টি রাখবেন।

উল্লেখ্য শনিবার রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি সহ ভিতরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়া বিশ্বনাথ দাসের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে ক্ষতিগ্রস্ত বিশ্বনাথ দাসের স্ত্রী স্বপ্না রানী তিন ছেলে হৃদয়, উদয় ও গদাই দাসের পাঁচ সদস্যের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন এমপি বাবু রনজিত কুমার রায়। আলোচনা শেষে বসুন্দিয়ার আটটি পূজা মন্ডপে এমপি রঞ্জিত কুমার রায়ের পক্ষ থেকে ৮ হাজার টাকা করে সর্বমোট ৬৪ হাজার টাকা এবং চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেলের নিজস্ব তহবিল থেকে ২০০০ টাকা করে ১৬ হাজার টাকা ইউনিয়ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমান, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, যুবলীগ নেতা শেখ ফারুক হোসেন, সিরাজুল ইসলাম,ইকরাম গাজী, ইউপি সদস্য শওকত জাহান শুপ্ত,মিলন হোসেন,বসুন্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার দাস, সাধারণ সম্পাদক নারায়ন কুমার, কোষাধ্যক্ষ নিতাই কুমার বিশ্বাস, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, প্রচার সম্পাদক অমল পালিত, এছাড়াও ,আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যগণ, বসুন্দিয়া ইউনিয়নের ৮ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকার সূধীজনেরা।