প্রতিনিয়ত যারা নিঃস্বার্থ ভাবে সমাজের জন্য কাজ করে যায় তারাই তো আসল মনের মানুষ । কোন দলীয় ব্যানারে না থেকে নিজস্ব অর্থায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ১৪ নং দুর্বাডাঙ্গা ইউনিয়নের এক দল তরুণ প্রজন্ম।

যারা কখনও নিজের ভবিষ্যতের কথা কখনও চিন্তা করেনা। সমাজ সেবা তাদের বর্তমান প্রধান পেশা।

এরই ধারাবাহিকতায় মনিরামপুর উপজেলার বিপ্রকোনা এতিম খানায় এবং দুর্বাডাঙ্গা হাফেজি খানায় মাসিক কর্মসূচির অংশ হিসেবেই ফুটবল বিতরন করেন মোঃ শফিকুল আলম , মোঃ ইসহাক আলী ,মো তাছাব্বুর রহমান, মো : আমিনুর রহমান।