নারী এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে থাইল্যান্ড। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে তারা।
ম্যাচে এক বল হাতে রেখেই পাকিস্তানের দেয়া ১১৭ রানের লক্ষ্যে পৌঁছায় থাইল্যান্ড। নিজেদের ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এটিই থাইল্যান্ডের মেয়েদের প্রথম জয়। এই ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ১০ রান লাগতো থাইল্যান্ডের, হাতে ছিল ৪ উইকেট।
আরোও পড়ুন:
আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত
শেষ ওভারটি করতে আসেন পাকিস্তানি বোলার ডায়ানা। ওই ওভারেই রোসেনান এবং বুচাথাম মিলে থাইল্যান্ডকে জয় এনে দেন। ইনিংসে থাইল্যান্ড নারী দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়াও অধিনায়ক নারুয়েমল চাইওয়াইয়ের ব্যাট থেকে আসে ১৭ রান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।