চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে অনুশীলনে পায়ের গোড়ালিতে চোট পান ভারতের ফাস্ট বোলার দীপক চাহার। যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না তাকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ়ের প্রথম ম্যাচে একাদশে রাখা হয়নি চাহারকে। বোর্ডের এক সূত্র থেকে বলা হয়েছে, ‘চাহারের গোড়ালিতে চোট দেখা দিয়েছে। তবে চোট গুরুতর নয়। কয়েক দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। পুরোটাই নির্ভর করছে দল পরিচালন সমিতির উপর।

আরোও পড়ুন:

বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা থাকলেও বাংলাদেশের ক্ষতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী

জমির সীমানা নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মহিলাসহ আহত ৫জন

যদি ওরা চাহারকে বিশ্রাম দিতে চায়, তা হলে ভালো। কিন্তু ওকে খেলানোর দরকার হলে সেটাকে গুরুত্ব দেয়া উচিত।’ এদিকে বিশ্বকাপ দলে বুমরাহর জায়গায় সুযোগ পাওয়ার ব্যাপারে মোহম্মদ শামিই এগিয়ে আছে।

বিসিসিআই-এর সূত্রে জানা গেছে, ‘মোহম্মদ শামি পুরো ফিট হয়ে গেলে অবশ্যই বুমরাহর পরিবর্তে খেলবে। ওর দক্ষতা বাকিদের থেকে অনেক বেশি। পরের সপ্তাহের কোনও এক সময় ও অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবে।’