করোনা এবং রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কারণে আগামীতে বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা থাকলেও এতে বাংলাদেশের খুব ক্ষতি হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবুল মোমেন।

আরোও পড়ুন:

জমির সীমানা নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মহিলাসহ আহত ৫জন

টাঙ্গাইল মধুপুরের জলছত্র সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ধনবাড়ি বিজয়ী

গতকাল শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরে সরকারের একটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী, ‘বাংলাদেশের এক ইঞ্চি জমিও খালি থাকবে না। সরকার খাদ্য নিশ্চয়তার চেষ্টা করছে। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্য কিছুও ম্যানেজ করা সম্ভব।’ তিনি আরও বলেন, ‘বিশ্ব ব্যাংক বলেছে, আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ পার্সেন্টের মতো, সেখানে আমাদের ৬ এর ওপরে। বাংলাদেশ সবসময় বাস্তবতার নিরিখে কাজ করে। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের আম্বরখানা-টুকেরবাজার সড়কের সংস্কার ও ফোরলেন কাজের উদ্বোধন করেন। সড়কটির ৬ কিলোমিটার অংশ সংস্কার ও পুনর্নির্মাণে প্রায় ৩৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। দুইদিনের সফরে শুক্রবার বিকেলে সিলেট আসেন পররাষ্ট্রমন্ত্রী।