দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশে প্রতিবছর ১৩ হাজারের বেশি নারী নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। নারী ক্যানসার রোগীদের মধ্যে ১৯ শতাংশই স্তন ক্যানসারে ভোগেন। সাম্প্রতিক পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে আসে।

এ ধরনের আয়োজন সমাজিকভাবে ইতিবাচক ভূমিকা রাখবে। ব্রেস্ট ক্যানসার সচেতনতায় সমাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করতে হবে।

তানজিনা খান (সাধারণ সম্পাদক, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ)


শনিবার (২৯ অক্টোবর) শ্যামলী নার্সিং কলেজে আয়োজিত এক অ্যাওয়ারনেস সেমিনারে বক্তারা এসব কথা বলেন। হেলথ বন্ধু সেমিনারটির আয়োজন করে।

সেখানে বক্তারা বলেন, যে কোনো বয়সেই একজন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন। তবে, এই ক্যানসার যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়, তাহলে পুরোপুরি নিরাময় সম্ভব।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক তানজিনা খান বলেন, এ ধরনের আয়োজন সমাজিকভাবে ইতিবাচক ভূমিকা রাখবে।

ব্রেস্ট ক্যানসার সচেতনতায় সমাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করতে হবে।