জিএম টিপু সুলতানঃ মণিরামপুরের নেহালপুর ইউনিয়নের টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক সদস্য পদে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন রিটানিং অফিসার মকবুল হাসানের উপস্থিতিতে ভোটগ্রহণের কাজ শুরু হয়। এখানে অভিভাবক সদস্য পদে সাত জন এবং টিয়ার সদস্য পদে ৪ জনের মধ্য প্রতিযোগিতা শুরু হয়।

মোট ১৩২টি এবং টিয়ার ১৩ টি ভোটারের মধ্যে সাধারণ অভিভাবক সদস্য পদে

১। অমল বিশ্বাস, প্রাপ্ত ভোট-৬৯.
২।সনজিত কুমার রায়, প্রাপ্ত ভোট-৬৯.
৩।মোঃশফিকুল ইসলাম, প্রাপ্ত ভোট-৬৫.
৪।মৃত্যুজ্ঞয় বিশ্বাস, প্রাপ্ত ভোট-৪৭.

সাধারণ অভিভাবক মহিলা সদস্যঃ
১।আনারতী মল্লিক,নির্বাচিত সদস্য।
সাধারণ শিক্ষক সদস্য পদে
১।গোপাল চন্দ্র বিশ্বাস,
প্রাপ্ত ভোট-০৭.

২।লিটন কুমার কর্মকার, প্রাপ্ত ভোট-০৭.পেয়ে বিজয় হয়েছেন।