রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ‘অপপ্রচারের’ কারণে কূটনীতিকদের ‘দ্বিধাদ্বন্দ্ব’ দূর করতে ঢাকার মিশনগুলোতে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ১০ ডিসেম্বরের পর থেকে বিএনপি নানা সময়ে বিভিন্ন দূতাবাসে গিয়ে কূটনীতিকদের সঙ্গে দেনদরবার করছে। তাদের দেনদরবার ঠেকাতেই বিদেশি মিশনে চিঠি দিয়ে তথ্যগুলো জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার বিষয়ে সোমবার বিদেশি মিশনগুলোয় সরকার চিঠি দিয়েছে। ওই চিঠির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে কূটনীতিকদের ব্রিফিং করতে চায় না সরকার। তাই মিশনগুলোতে চিঠি পাঠিয়ে তথ্য জানিয়ে রাখা হয়েছে।

ঢাকায় সমাবেশকে কেন্দ্র্র করে বিএনপি প্রোপাগান্ডা চালিয়েছে অভিযোগ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কিছু দেশ ৯ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেবে- এমনটা আগেই জানা ছিল। বিষয়টিকে মাথায় রেখে বিএনপি দেশে-বিদেশে অপপ্রচার চালিয়েছে। তারা লবিস্টের পেছনে মিলিয়ন ডলার খরচ করেছে। নতুন করে আরো নিষেধাজ্ঞা আসবে- বিএনপি এমন আশ্বাস পেয়েছিল। সেটিকে মিলিয়ে তারা ১০ ডিসেম্বর উদযাপনের আমেজে বিশাল জনসভা করবে। জনগণ মনে করবে, সরকারের সঙ্গে কোনো বন্ধু নেই। কিন্তু তাদের এ পরিকল্পনা ভেস্তে গেছে।

তিনি আরো বলেন, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারের বিষয়টিও দূতাবাসগুলোকে জানানোর কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গ্রেপ্তারের যে বিষয়টি তাদেরকে জানিয়েছি, সেটা হলো তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, এটার প্রাথমিক তদন্তের জন্য তাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল।

‘জিজ্ঞাসাবাদে তাদের কাছে যে পরিমাণ তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ম্যাজিস্ট্রেট কোর্টে তারা জামিনের জন্য আবেদন করেছিলেন, বিজ্ঞ আদালত জামিনযোগ্য মনে করেননি, তাদেরকে জামিন দেননি, এই প্লেইন অ্যান্ড সিম্পল তথ্যগুলো আমরা বাংলাদেশে কার্যরত কূটনীতিকদেরকে দিয়েছি।’

এ ধরনের চিঠি পাঠানোকে ‘স্বাভাবিক’ হিসাবে বর্ণনা করে শাহ‌রিয়ার ব‌লেন, এটা নতুন নয়। বাংলাদেশে বা ক্যাপিটালে মেজর কিছু ঘটলে আমরা সবাইকে জানিয়ে রাখি। এটা একেবারে স্বাভাবিক কূটনৈতিক চর্চার মধ্যে পড়ে।এটা অতীতেও হয়েছে।