গাইবান্ধা শহরের কুখ্যাত সুদারু মাসুদ রানার বলি হলেন হাসান

কেএম জহুরুল হক (জনি) গাইবান্ধা:-

 

সুদের টাকা দিতে না পাড়ায় মাসুদ রানা সাবেক আফজাল সুজের মালিক হাসান কে ২৬ দিন অপহরণ করে নিজ বাসায় রাখে।

আজ শনিবার সকালে মাসুদ রানার বাসায় আত্মহত্যা করে হাসান,হাসানের পরিবারের লোকজন বলে লালমনি থেকে২৬ দিন আগে হাসান কে গাইবান্ধায় অপহরণ করে নিয়ে আসে মাসুদ রানা এর পর চলে নির্যাতন।

হাসানের স্ত্রীর কাছে ফোনে ৫ লক্ষ টাকা দাবি করে মাসুদ রানা।

খানকা শরিফ সংলগ্ন নারায়ণ পুর মাসুদ রানার নিজ বাসায় ২৬ দিন হাসান কে অপহরণ করে হাসান কে

মৃত্যুর খবর এলাকাবাসী জানতে পারলে মাসুদ কে এলোপাতাড়ি মারপিট শুরু করে পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে মাসুদ রানা আটক করে নিয়ে সদর থানায় নিয়ে যায়।মামলার প্রস্তুতি চলছে,,,