আশুলিয়ায় পরিত্যক্ত একটি নির্মাণাধীন বাড়ির পাশের জঙ্গল থেকে এক অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরিচয় এখনো জানা যায়নি। মঙ্গলবার রাতে আশুলিয়ার নলাম ফুলেরটেক এলাকায় মো. আশিকুর রহমানের মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, আশিকুর রহমানের মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে গন্ধ বের হতে থাকলে স্থানীয় ইউপি মেম্বারসহ কয়েকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে এক তরুণীর লাশ দেখতে পায়। পরে বিষয়টি আশুলিয়া থানায় জানান। খবর পেয়ে অজ্ঞাত নামা লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই আব্দুস সবুর খান বলেন, নারীর মুখ ওড়না দিয়ে বাঁধা এবং শরীরের নিচের অংশ চাঁদর দিয়ে ঢাকা প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছিল। নিহতের মুখে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশ বিভিন্ন স্থানে খোজ খবর নিচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।