গবেষণা বলছে সঙ্গমের অনিহা কাটাতে মিউজিকের জুরি মেলা ভার।
সঙ্গমে (sex) অনীহা? কিছুতেই যেন আর ভালো লাগে না সঙ্গীর সঙ্গে যৌনতায় মাততে। জীবন থেকেও হারাচ্ছেন আশা? যৌন জীবন সুস্থ ও স্বাভাবিক না থাকলে অনেক রকম মানসিক সমস্যা এবং শারীরিক অসুবিধা তৈরি হতে পারে। কিন্তু তাই বলে ওষুধের সাহায্য নেবেন না। বরং মেনে চলুন এই সহজ কয়টি নিয়ম বা উপায়।
গান বা সঙ্গীত এমন এক জিনিস যা যে কোনও সময় মানুষের মন ভালো করতে পারে। গবেষণা বলছে সঙ্গীতই ফিরিয়ে দিতে পারে সুস্থ যৌন জীবন। photo source collected গান বা সঙ্গীত এমন এক জিনিস যা যে কোনও সময় মানুষের মন ভালো করতে পারে। গবেষণা বলছে সঙ্গীতই ফিরিয়ে দিতে পারে সুস্থ যৌন জীবন। photo source collected গান বা সঙ্গীত এমন এক জিনিস যা যে কোনও সময় মানুষের মন ভালো করতে পারে। গবেষণা বলছে সঙ্গীতই ফিরিয়ে দিতে পারে সুস্থ যৌন জীবন। photo source collected সঙ্গমের আগে বেডরুমে দু’জনের পছন্দের গান চালান। কিছুক্ষণ মন দিয়ে শুনুন। এতে প্রথমেই সারাদিনের ক্লান্তি দূর হবে। এর পর ঘনিষ্ট হবার চেষ্টা করুন দেখুন বদলে যাবে আপনার জীবন। photo source collected সঙ্গমের আগে বেডরুমে দু’জনের পছন্দের গান চালান। কিছুক্ষণ মন দিয়ে শুনুন। এতে প্রথমেই সারাদিনের ক্লান্তি দূর হবে। এর পর ঘনিষ্ট হবার চেষ্টা করুন দেখুন বদলে যাবে আপনার জীবন। photo source collected সঙ্গমের আগে বেডরুমে দু’জনের পছন্দের গান চালান। কিছুক্ষণ মন দিয়ে শুনুন। এতে প্রথমেই সারাদিনের ক্লান্তি দূর হবে। এর পর ঘনিষ্ট হবার চেষ্টা করুন দেখুন বদলে যাবে আপনার জীবন। photo source collected গান শুনলে হ্যাপি হরমোনের ক্ষরণ বাড়ে। এর ফলে মন চনমনে হয়। যৌনতার অনীহা কাটে। photo source collected গান শুনলে হ্যাপি হরমোনের ক্ষরণ বাড়ে। এর ফলে মন চনমনে হয়। যৌনতার অনীহা কাটে। photo source collected গান শুনলে হ্যাপি হরমোনের ক্ষরণ বাড়ে। এর ফলে মন চনমনে হয়। যৌনতার অনীহা কাটে। photo source collected তবে সব সময় সঙ্গীর পছন্দের কথা মাথায় রেখেই গান চালান। গবেষণা বলছে গোটা বিশ্বে এই মিউজিক থেরাপি বহু মানুষের কাজে এসেছে। অনেকেই আবার স্বাভাবিক যৌন জীবন ফিরে পেয়েছেন। photo source collected তবে সব সময় সঙ্গীর পছন্দের কথা মাথায় রেখেই গান চালান। গবেষণা বলছে গোটা বিশ্বে এই মিউজিক থেরাপি বহু মানুষের কাজে এসেছে। অনেকেই আবার স্বাভাবিক যৌন জীবন ফিরে পেয়েছেন। photo source collected তবে সব সময় সঙ্গীর পছন্দের কথা মাথায় রেখেই গান চালান। গবেষণা বলছে গোটা বিশ্বে এই মিউজিক থেরাপি বহু মানুষের কাজে এসেছে। অনেকেই আবার স্বাভাবিক যৌন জীবন ফিরে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।