ভূমিকম্পের ২২৭ ঘণ্টা পর তুরস্কের কাহরামানমারাসে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করেছে। কাহরামানমারাসের কাছেই ভূমিকম্পের কেন্দ্রস্থলের অবস্থান।
এ ছাড়া একই এলাকা থেকে ভূমিকম্প আঘাত হানার ৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৪২ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নারীর নাম মেলিক ইমামোগলু। ভূমিকম্পে তাঁর বাড়ি ধসে পড়ে। সেখানে ২২২ ঘণ্টা আটকে ছিলেন তিনি।
টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, এক নারীকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছেন উদ্ধারকারীরা। যখন আর কাউকে জীবিত পাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেছে, ঠিক তখনই ২২২ ঘণ্টা পর একজনকে পাওয়া গেল।
অন্যদিকে তুরস্কের ভূমিকম্প-বিধ্বস্ত একটি এলাকার ধ্বংসস্তূপ থেকে মঙ্গলবার গভীর রাতে ৭৭ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নারীর নাম ফাতমা গুঙ্গর। তাঁকে তুরস্কের আদিয়ামান শহরের একটি সাততলা অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। স্থানীয় গণমাধ্যম বলছে, ভূমিকম্পের প্রায় ২১২ ঘণ্টা পর ফাতমাকে উদ্ধার করা হলো।
তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটিতে প্রচারিত ফুটেজে দেখা যায়, উদ্ধার হওয়া ওই নারীর মুখে একটি অক্সিজেন মাস্ক পরানো রয়েছে। তাঁকে একটি কম্বল দিয়ে আবৃত করে রাখা হয়েছে। স্ট্রেচারে করে তাঁকে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ফাতমাকে উদ্ধারের পর তাঁর স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা উদ্ধারকারী দলের সদস্যদের জড়িয়ে ধরেন।
গতকাল বুধবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার তুরস্ক ও সিরিয়ায় আরও আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর ৯ দিন পার হয়ে যাওয়ায় এখন আর কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে এখন ক্ষতিগ্রস্তদের সহায়তা করার দিকে নজর দিচ্ছেন উদ্ধারকারীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।