মাগুরায় “এক পেট আহার, অতঃপর হাসি” কর্মসূচির বর্ষপূর্তি উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলার সেমিকোলন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সোহেল সবুজ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের আজীবন উপদেষ্টা মোহাম্মদ আবু নাসের বেগ।এসময় প্রধান অতিথি নিজ হাতে ২০০ অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ করেন।
জেলা প্রশাসক মহোদয় বলেন , এ উদ্যোগ নি:সন্দেহে একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। তিনি সমাজের স্বচ্ছল মানুষদের এমন উদ্যোগে অবদান রাখার মাধ্যমে অসহায়, দু:স্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান। জেলা প্রশাসক এমন উদ্যোগের জন্য আয়োজকদের সাধুবাদ জানান এবং এ ধরনের মানবিক উদ্যোগে সবসময় জেলা প্রশাসনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার অঙ্গীকার ব্যক্ত করেন। খাবার পেয়ে তারা বেজায় খুশি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক মোঃ রিপন মাহমুদ,পরিচালক (প্রশাসন) মোঃ ফসিয়ার রহমান সহ অন্যান্য সদস্য বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।