মাসুদ রানা লেমন | রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে আজ (২৪ এপ্রিল) শনিবার দুপুর বেলা ১২ টার দিকে রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রীতম সাহা করোনা ভাইরাস মোকাবিলায়

সরকার ঘোঘিত সর্বাত্নক লকডাউনের ১৮ দফা নীতিমালানুযায়ী পশুর হাটে লোক সমাগম করা যাবেনা।
এবং সঠিক নিয়মে মাস্ক পরিধান সহ জনসচেতনতা মুলক প্রচার অভিযানে বদ্ধ পরিকর তাই সবাইকে সচেতন থেকে এ কার্যক্রম পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমাদের সবাইকে মেনে চলতে হবে।

এ সময় সাংবাদিকদের
উপস্থিতি এসিল‍্যান্ড এসব কথা
জানান, অপরদিকে বতর্মান হাট ইজারাদার তোজাম্মেল হক কে পশুর হাট ভাঙ্গার জন‍্য নির্দেশ দিলে ইজারাদার তোজাম্মেল হক ইউ এনও সোহেল সুলতান জুলকার কবীরের নিকট মুঠোফোনে আধা ঘন্টা সময় চেয়ে নেন এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত করোনা ভাইরাস মোকাবিলা করার জন‍্য
ইজারাদারকে সর্বাত্নক সচেষ্ট থাকার জন‍্য আহবান জানান।

এই ইজরাদার তোজাম্মেল হক বলেন, সরকারি ভাবে আমি এখনো পশুর নির্ধারিত টোল আদায়ের কোন কাগজ পাওয়া যায়নি।
তবে সরেজমিনে দেখাগেছে, গরু লেখাই টোল ১৩০ টাকা এবং ছাগল প্রতি ১০০ শত টাকা করে টোল আদায় করা হয়।
এই বিষয়ে টোল আদায় কারী লেখাইদার ১৩০ টাকা টোল আদায়ের কাগজে উল্লেখিত টোল গ্রহনের রশিদে লেখা হচ্ছে না। যা রশিদ কপি
সংরক্ষিত রয়েছ প্রমান স্বরূপ।