বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর সম্পাদক আবদুল্লাহ কি নিয়ে নতুন কমিটি গঠন
গতকাল ৬ই আগষ্ট রবিবার কুয়ালালামপুর অনুষ্ঠিত হল প্রবাসীদের সর্ববৃহত সংগঠন ” বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশন ” এর ৩য় কাউন্সিল। উৎসব মোহর পরিবেশ সবার উপস্থিতিতে নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট গ্রহণের মধ্যে দিয়ে কাউন্সিল সম্পূর্ণ হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করা হয়। কমিটির সভাপতি হাবিব খানের সভাপতিত্বে এবি রুবেল ভূঁইয়ার সঞ্চালনায় পর্যায়ক্রমে প্রার্থীগন বক্তব্য পেশ করেন। আজকের কাউন্সিলে মূল্যবান বক্তব্য রাখেন, কামরুল হাসান ব্যাপারী, মশিউর রহমান, আঃ আলী ( আবদুল্লাহ ) , মোঃ নূর হোসেন, রনি সরকার, ফোরকান ভূঁইয়া, সেলিনা আক্তার মিলি,রয়েল আহমেদ, সাগর আহমেদ, মোঃ রুবেল আকন্দ, মানিক বিন সাওার, হুমায়ুন কবির সেতু, সুমন সরকার, ফরহাদ হোসেন, নাসির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নাট্য অভিনেতা জামিল খন্দকার। আরোও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ ভূঁইয়া এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির দুই শতাধিক সদস্য নেতৃবৃন্দ। সংগঠনের অগ্রগতি ও কর্মঠ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তব্য শেষে মারুফ আহমেদ বাবু, ফেরদৌস আমিন ও বিপি আল-আমিন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষ হলে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। নব কমিটির বিজয়ীগণ হলেন, সভাপতি – মশিউর রহমান, সিনিয়র সহ সভাপতি – কামরুল হাসান বেপারী, এবি রুবেল ভূঁইয়া। সাধারণ সম্পাদক – আঃ আলী ( আবদুল্লাহ ) , যুগ্ম সাধারণ সম্পাদক – সাগর হোসেন, সেলিনা আক্তার মিলি, সাংগঠনিক সম্পাদক – মো: নূর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক – ফরহাদ মিয়া, নাসির হোসেন।
নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের ফুলের মালা দিয়ে বরণ শেষে সভাপতি হাবিব খান নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকে অভিনন্দন জানিয়ে তাহার উপর অর্পিত দায়িত্ব হস্তান্তরের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।