রবিবার বিকাল ৫ ঘটিকায় যশোরের মনিরামপুর থানা ১৭নং ইউনিয়ন বিএনপির আয়োজনে ভবদহের অভিমুখে কপালিয়া রাজবংশীপাড়া মন্দির মাঠে লংমার্চ ও গণ জমায়েত অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও লংমার্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তবাদী দলের বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সাধারন ম্পাদক এ্যডঃ সাবেরুলহক সাবু, সিনিয়র সহ সভাপতি মোঃ আবু মুছা, থানা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যডঃ মকবুল হোসেন, মফিজুর রহমান, সন্তোষ স্বর, নিস্তার ফারুখ, অভয়নগর, কেশবপুর থানার বিএনপির সভাপতি সম্পাদকসহ মণিরামপুরে বিভিন্ন ইউনিয়নের সকল নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মণিরামপুর থানা বিএনপির আহবায়ক এ্যাডঃ শহীদ ইকবল হোসেন।
মণিরামপুর থানা বিএনপির আহবায়ক এ্যাডঃ শহীদ ইকবল হোসেন বলেন ভবদহ নিয়ে আমাদের ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আমডাঙ্গা খাল প্রসস্ত করতে হবে, ভবদহে আরো পাওয়ার পাম্পের ব্যাবস্থা করতে হবে, নিয়মিত ড্রেজিং ব্যাবস্থা চালু রাখতে হবে, পানিবন্ধি এলাকাকে দুর্গতএলাকা ঘোষোনা করতে হবে। বিনামুল্যে কৃষককে সার বীজ ও ভর্তুকি প্রদান করতে হবে, সমিতির কিস্তি বন্ধ করতে হবে।
প্রধান অতিথির বক্ত্যবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন এখানকার বন্যা কবলিত মানুষের স্থায়ী সমাধানের জন্য নিয়মিত ড্রেজিং নদী দখলমুক্ত ভেড়ি বাঁধ নির্মাণ আমডাঙার খাল খনন, সমিতির কিস্তি না দেওয়ার জন্য বলেছেন, তিনি আরো বলেন ভবদহের ব্যাপারে তিনি ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন বলে তিনি জানান। এছাড়াও তিনি আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।