জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা এবং তাদের পরিবারকে সহায়তা দিতে এবার বিশেষ সেল গঠন করেছে সরকার। সোমবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এই সেল গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

১০ সদস্যের এই সেলের প্রধান হবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। সেলের অন্যান্য সদস্য হবেন উপ-সচিব বা সিনিয়র সহকারী সচিব পর্যায়ের চার জন কর্মকর্তা। চিকিৎসক ও বিশেষ প্রতিনিধি থাকবেন দুই জন। ছাত্র প্রতিনিধিও থাকবেন দুই জন। তারা হলেন আব্দুল্লাহ সালেহীন অয়ন ও সিনথিয়া জাহিন আয়েশা। এছাড়া তথ্য অধিদফতরের একজন প্রতিনিধি এই সেলের সদস্য থাকবেন।

আদেশে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা ও তাদের পরিবারকে সহায়তা দিতে গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় এই সেল গঠন করা হলো।