মোঃ সাজ্জাদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ হাজার হাজার মানুষের অংশগ্রহনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এড. গাজী এনামুল হকের মায়ের জানাজার নামাজ স্থানীয় স্বরনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার পর উপজেলার রহিতা ইউনিয়নের পট্টি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।


গত ৪ই জানুয়ারি রাতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন এড. গাজী এনামুল হকের জন্মদাত্রী মা।
মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এড শহীদ মোঃ ইকবাল হোসেন।


গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত জানাজা পরবর্তী দাফন সম্পন্নে শরীক হতে ছুটে যান, যশোর জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির আব্দুর (রশিদ),যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মনিরামপুর উপজেলার আমির অধ্যাপক ফজলুল হক, সাতক্ষীরা জেলা আমির হাবিবুল বাশার, উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় শাখার সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস সহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক,সাংবিদক,ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

ইসলামনুরাগী নেতার মায়ের মৃত্যুতে ভিন্ন ভিন্ন ভাবে গভীর শোক প্রকাশ করেছে যশোর জেলা ও মণিরামপুর উপজেলা রাজনৈতিক ব্যক্তি, মনিরামপুর উপজেলা প্রশাসন, মনিরামপুর পৌরসভা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাব, মণিরামপুর সেন্ট্রাল হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ও স্টাফগন, মণিরামপুর শিক্ষক সমিতি, মণিরামপুর বাজার বনিক সমিতিসহ স্বেচ্ছাসেবী ও বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান।