মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারেনা ও বন্ধু!

মানুষ দেখে তার মনের ভাষাকে গ্রহণ করে বুঝতে পারা এইনা প্রকৃত ভালোবাসা।

পুরো পৃথিবী যখন হারমেনেছে অদৃশ্য করোনাভাইরাছের কাছে। অর্থনৈতিক স্থবিরতা নেমে এসেছে গোটা বিশ্বে। সেখানে একটি বদ্বীপ বাংলাদেশ নামক ছোট্ট একটি ভূখণ্ড, যেখানে বসতি প্রায় ১৮ কোটি মানুষের। করোনাভাইরাসের সংক্রমণের ভয়াবহতার দ্বিতীয় ধাপে সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধে (লকডাউন) কর্মহীন হয়ে পরেছে সল্প আয়ের মানুষগুলো। তার মাঝে আবার ঘরের দরজায় কড়া নাড়ছে রমাদান শেষে ঈদের আনন্দ!

 

কর্মহীন মানুষগুলোর ঈদের আনন্দ টাকে সত্যি অর্থে আনন্দে টইটম্বুর করতে ঈদ সামগ্রী বিতরণের মহৎ উদ্যোগ নিয়ে, নিজ ইউনিয়নে ৩০০০ অসহায় পরিবারের পাশে দাড়িছেন গাজীপুর শ্রীপুরে মানবাতা ও সাম্যের কণ্ঠস্বর অসহায় পরিবার গুলোর নিরাপদ আশ্রয়স্থল জনাব আমিনুল ইসলাম।

গাজীপুর শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে ৩০০০ ঘরবন্দী ও অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ টাকে পরিপূর্ণ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ সামগ্রী বিতরণ করেন মানব কল্যাণের অগ্রদূত শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক, আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশিত আমিনুল ইসলাম।

আদ্য ৮/০৫/২০২১ খ্রি. রোজ শনিবার
সকাল ১০টার সময় উপজেলার ধনুয়া গ্রামে কাচারি পাড়া আহম্মাদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ঈদ উপহার ও ত্রাণসামগ্রী আনুষ্ঠানিক বিতরণ করেন তিনি। পরে সম্পূর্ণ ইউনিয়নে অসহায় ঘরবন্দী মানুষের মাঝে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ জামিল হাসান (দূর্জয়), শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস.এম. জাহাঙ্গির আলম (সিরাজী) প্রমুখ।

ঈদ উপহার সামগ্রী হিসেবে রয়েছে, সেমাই, চিনি, পোলাওয়ের চাউল, মুড়ি, সরিষার তৈল, প্যাকেট দুধ, সাবান।

মোঃ আমিনুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজানের মধ্যে আমি ইফতার বিতরণ করেছি প্রায় ২ হাজার পরিবারের মাঝে। সেই পরিবারের মানুষগুলোর সাথে আমার এক আত্মীয়তার বন্ধন তৈরি হয়েছে। তাদের কষ্টের কথা আমার কাছে বলত। আমি প্রতিটি মানুষের হাড়ির খবর জানি। অধিকাংশ মানুষের ঈদে ভালো খাওয়ার সামর্থ্য নেই। প্রতি ঈদের মতো এবারের ঈদ নয়। দোকানপাট সীমিত আকারে খোলা, ঈদের নতুর পোশাক যেন স্বপ্ন। বরং ঈদের দিনে খেতে পারবে কি-না, তার নিশ্চয়তা নেই। তাই এবার ঈদে আমি পরিকল্পনা করি ওদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার।

উল্লেখ্য, করোনা সংকটের প্রথমদিন থেকে ২ হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে। এর মাধ্যমে সেই পরিবারের মানুষগুলো উপকৃত হয়েছে পাশাপাশি রমজানে ২ হাজার এর অধিক পরিবার কে ইফতার সামগ্রী দেয়া হয়েছে। পুরো কাজটি করেছে হাজী পিভিসি পাইপ কোম্পানি চেয়ারম্যান ও আসন্ন ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আমিনুল ইসলাম।